সিরিজ ‘সাকসেশন’ নেয় ৭৫তম এমি অ্যাওয়ার্ডসে আধিপত্য
বিশ্ব ডেস্ক: নির্ধারিত সময়ের চার মাস পর সোমবার (১৪ জানুয়ারি) রাতে লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৭৫তম ‘এমি অ্যাওয়ার্ডস’।
অ্যান্টনি অ্যান্ডারসনের সঞ্চালনায় ‘দ্য ফক্স নেটওয়ার্কে’ সোমবার রাত ৮টায় টেলিকাস্ট করা হয় অনুষ্ঠানটি। ‘টেলিভিশন জগতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড এমি’। অভিনয়শিল্পী ও স্ক্রিপ্ট রাইটারদের ধর্মঘটের কারণে অনুষ্ঠানের সময় চার মাস পেছানো হয়।
“সিরিজ ‘সাকসেশন’ নেয় ৭৫তম এমি অ্যাওয়ার্ডসে আধিপত্য, এমনকি তার অভিনেতা এবং অভিনেত্রীরা একই সিরিজে অভিনীত হয়ে জয়ী।”
‘৭৫তম ‘এমি’ অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজসহ ছয়টি পুরস্কার জিতেছে ‘সাকসেশন’। ড্রামা সিরিজে সেরা অভিনেতা ও অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছেন ‘সাকসেশন’ সিরিজের কিরেন কুলকিন ও সারাহ স্নুক।’ এছাড়া ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেতার অ্যাওয়ার্ড জিতেছেন ‘ম্যাথিউ ম্যাকফাডেন’ ও সেরা রাইটার অ্যাওয়ার্ড জিতেছেন ‘জেসি আর্মস্ট্রং।’
‘সেরা পার্শ্ব অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছেন ‘দ্য হোয়াইট লোটাস’-এর জেনিফার কুলিজ।’
এবারের সেরা কমেডি সিরিজ হয়েছে ‘দ্য বিয়ার’। কমেডি সিরিজে সেরা অভিনেতার অ্যাওয়ার্ড জিতেছেন ‘জেরেমি অ্যালেন হোয়াইট,’ পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছেন ‘ইবন মস-বাচরাক ও আয়ো এডিবিরি।’
‘অ্যাবোট এলিমেন্টারি’-এর জন্য কমেডি সিরিজে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছেন ‘কুইন্টা ব্রুনসন।’
এবারের সেরা লিমিটেড সিরিজের অ্যাওয়ার্ড জিতে নিয়েছে নেটফ্লিক্সের ‘বিফ’। প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে স্টিভেন ইয়ান ও আলি ওং লিমিটেড সিরিজে সেরা অভিনেতা ও অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছেন। লিমিটেড সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছেন ‘পল ওয়াল্টার হাউসার ও নিসি ন্যাশ বেটস।’
‘তিনজন ব্ল্যাক উইমেন ব্রুনসন, এডিবিরি ও নিসি নাশ-বেটস এবারের তিনটি মেজর ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছেন।’