ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগ

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রথমবারের মতো সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড অনলাইনে আবেদনের প্রক্রিয়া চালু করেছিল নির্বাচন কমিশন। তবে সাংবাদিকদের তোপের মুখে বাধ্যতামূলক প্রক্রিয়া থেকে সরে আসে ইসি।

এর আগে ১৪ হাজার সাংবাদিক অনলাইনে আবেদন করলেও, শনিবার বিকেলে ইসির ওয়েবসাইটে নাম, এনআইডি, মোবাইল নম্বরসহ সম্পূর্ণ আবেদন তালিকা হোম পেজে চলে আসে। পরে ওয়েবসাইট বন্ধ করা হয়।

ইসি জানায়, ওয়েবসাইটটি কেন ওপেন হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে, এবং তথ্য ফাঁস হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।