গণমাধ্যম স্বাধীনতার ওপর বিদায়ী সরকারের প্রস্তাব নিয়ে টিআইবির ক্ষোভ

বিদায়ী সরকারের খসড়া: স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি, টিআইবি

টুইট ডেস্ক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ খসড়া নিয়ে। শনিবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিদায়ী সরকার মাত্র তিন দিনের মধ্যে মতামত চেয়ে প্রস্তাবিত খসড়া দুটির মাধ্যমে গণমাধ্যমের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে।

ড. ইফতেখারুজ্জামান জানান, খসড়া অনুযায়ী কমিশনের গঠন, কমিশনারদের পদমর্যাদা ও প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা সম্পূর্ণভাবে সরকারি কর্তৃত্বাধীন হবে। এটি মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সম্প্রচারের প্রত্যাশার প্রতি সরকারের বিদায়ী আচরণের “পরিহাস” হিসেবে দেখা যাচ্ছে।

টিআইবি সরকারের তড়িঘড়ি প্রস্তাব কার্যকর না করার আহবান জানায় এবং রাজনৈতিক দলগুলিকেও একটি প্রকৃতপক্ষে স্বাধীন ও নিরপেক্ষ অভিন্ন গণমাধ্যম কমিশন গঠনের জন্য আহ্বান জানায়।