পর্যটকদের জন্য বন্ধ হলো সেন্টমার্টিন

টুইট ডেস্ক: চলতি মৌসুমে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ শেষ হয়েছে শনিবার (৩১ জানুয়ারি)। ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না।

সরকার ২০২৩ সাল থেকে সেন্টমার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে। চলতি মৌসুমে নির্ধারিত সময়ের পর দ্বীপে পর্যটন কার্যক্রম বন্ধ রাখা হবে, যাতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় থাকে।

সবকিছু অনুকূলে থাকলে আগামী পর্যটন মৌসুমে পুনরায় পর্যটকরা প্রবাল দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন।