সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ভূটানকে ১২-০ গোলে হারালো বাংলাদেশ

টুইট ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল ভূটানকে ১২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। শনিবার (৩১ জানুয়ারি) পোখরার রঙ্গশালায় অনুষ্ঠিত ম্যাচে বাঘিনীরা শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে।
ম্যাচের প্রথম গোল করেন মামনি চাকমা। এরপর প্রথমার্ধে আরও ৩টি গোল করেন বাংলাদেশি খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও তীব্র হয়ে ৮টি গোল করে দল।
গোল বণ্টন:
মুঙ্কি আক্তার: ৪ গোল
তৃষ্ণা রানী সরকার: ৩ গোল
আলপি আক্তার: ৩ গোল
অর্পিতা বিশ্বাস ও মামনি চাকমা: ১টি করে গোল
ম্যাচসেরার পুরস্কার পান তৃষ্ণা রানী সরকার।
টুর্নামেন্ট শুরুর আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়া বাংলাদেশের খেলোয়াড়রা প্রথম ম্যাচেই নিজেদের ক্ষমতার প্রমাণ দিয়েছে।






