বান্দরবানে শিশুরা উদ্ধার করল পুলিশের লুট হওয়া ২টি গ্যাস গ্রেনেড

বান্দরবান বাসস্ট্যান্ড এলাকায় খেলতে গিয়ে শিশুদের হাতে পড়ে দুটি গ্রেনেড।

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবান শহরে খেলতে গিয়ে দুই শিশুর হাতে পড়েছে পুলিশের লুট হওয়া ২টি গ্যাস গ্রেনেড। শনিবার (৩১ জানুয়ারি) বান্দরবান শহরের বাসস্ট্যান্ডস্থ কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় শিশু তনিম ও তানভি জানান, তারা খেলার সময় ড্রেনের উপরে পলিথিনে মোড়ানো অবস্থায় গ্রেনেডগুলো পায়। কৌতূহলবশত এগুলো নিয়ে আসার পর স্থানীয়দের পরামর্শে বাসস্ট্যান্ডে টহলরত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ গ্রেনেড দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখে। বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, “উদ্ধারকৃত গ্রেনেডগুলো মূলত পুলিশের ব্যবহৃত, মব ছত্রভঙ্গের জন্য ব্যবহৃত। এগুলো অন্যজেলা থেকে লুট হয়ে এসেছে এবং বান্দরবান থানার সঙ্গে সম্পর্কিত নয়। এতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।”

অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল অফিসার মান্না দে এই অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা পুলিশের দ্রুত ও সতর্ক তৎপরতাকে প্রশংসা করেছেন।