ব্যালটে জবাব দিতে হবে জুলুমের: সিরাজগঞ্জে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন জানতে চায় কোন দল দেশের জন্য ও মানুষের জন্য কী করতে চায়। বিএনপি সেই পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। জনগণ যাকে ভরসা করে এবং যাকে আপন মনে করে, দেশে সেই একমাত্র দল হচ্ছে বিএনপি। তিনি বলেন, নানা ধরনের জুলুম-নির্যাতনের মাধ্যমে যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নতুন নতুন শিল্পপার্ক ও কৃষিনির্ভর শিল্প স্থাপনের মাধ্যমে দেশে বেকার সমস্যা দূর করতে হবে। সিরাজগঞ্জ-পাবনার তাঁতশিল্পের পণ্য বিশ্ববাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। নারী শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি নারীদের কর্মমুখী করে তুলতে বিএনপি কার্যকর ভূমিকা রাখবে। এজন্য দেশের প্রতিটি নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথাও তিনি জানান।

তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। সার, বীজ ও কীটনাশক বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে কৃষি কার্ড চালু করা হবে। তরুণ-তরুণীরা যে যে ক্ষেত্রে প্রতিভা দেখাবে—ক্রীড়াসহ সব খাতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে।

তারেক রহমান বলেন, “১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে ১৩ তারিখ থেকেই এসব উন্নয়নমূলক কাজে হাত দেওয়া হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করে দেশ গড়তে হবে। এখন সবার লক্ষ্য ধানের শীষে ভোট দেওয়া।”

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা অর্জন ও জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগ জাতি কখনো ভুলবে না। এখনও নানা ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

জনসভায় জেলা বিএনপির সভাপতি রোমানা মাহবুবের সভাপতিত্বে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং ড. এম এ মুহিতসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।