১৩০০ কোটির ‘বারাণসী’ মুক্তির তারিখ জানা গেল

টুইট ডেস্ক: অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলির নতুন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করেন রাজামৌলি; যা নিয়ে বর্তমানে দর্শকদের মাঝে বেশ উত্তেজনা দেখা গেছে।

সিনেমার পোস্টারে দেখা যায়, পৃথিবীর বুকে বিশাল সব পাথর আছড়ে পড়ছে। পোস্টারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘৭ এপ্রিল, ২০২৭… #VARANASI’। অর্থাৎ ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি। জানা গেছে, সিনেমাটি মূলত একটি ‘গ্লোবাল ট্রটার’ বা বিশ্বভ্রমণ ভিত্তিক অ্যাডভেঞ্চার ঘরানার গল্প হবে।

তারকা বহুল কাস্টিং সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। তার বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সিনেমায় মহেশ বাবুর চরিত্রের নাম ‘রুদ্র’ এবং প্রিয়াঙ্কা অভিনয় করবেন ‘মন্দাকিনী’ চরিত্রে। এছাড়া খলনায়ক ‘কুম্ভ’ চরিত্রে দেখা যাবে মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারনকে। নির্মাতারা ইতোমধ্যেই তাদের লুক প্রকাশ করেছেন।

বাজেটের দিক থেকে ভারতের সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে ‘বারাণসী’। সিনেমাটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ৩০০ কোটি রুপি (১৫ কোটি মার্কিন ডলারেরও বেশি)। এটি রাজামৌলির আগের ব্লকবাস্টার ‘বাহুবলী টু’ বা ‘আরআরআর’-এর বাজেটকেও ছাড়িয়ে গেছে। ভিএফএক্স নির্ভর এই সিনেমায় পৌরাণিক নানা উপাদানের সংমিশ্রণ থাকবে।

ইতোমধ্যেই ‘বারাণসী’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ৩ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটিতে ৫১২ খ্রিস্টাব্দের বারাণসীর ছবি তুলে ধরা হয়েছে। এরপর একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে। এরপর, অ্যান্টার্কটিকা, তারপর আফ্রিকার জঙ্গল দেখানো হয়। এই দৃশ্যের পর, গল্পটি লঙ্কা নগরীতে চলে যায়, যেখানে হনুমান এবং ভগবান রামের বানরবাহিনী রাবণের সঙ্গে যুদ্ধ করে।