রংপুরে গণভোটে ‘হ্যাঁ’, ও ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

রংপুরে নির্বাচনী জনসভা: গণভোটে ‘হ্যাঁ’, ও ধানের শীষে ভোটের আহ্বান তারেকের
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণভোটে ‘হ্যাঁ’ এবং তার দলের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তন আনতে হলে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঘরে বসে না থেকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
জনসভায় তারেক রহমান আরও বলেন, বিএনপি সংস্কার নিয়ে কোনো লুকোছাপা করে না; যেখানে দ্বিমত আছে, তা প্রকাশ্যে তুলে ধরা হয়। স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান করতে হবে। রংপুর বিভাগের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “এখানে সঠিক ব্যক্তি ও সঠিক নেতৃত্ব থাকলেই অঞ্চলটি উন্নয়নের পথে দ্রুত এগোবে। আবু সাঈদের রক্ত মেশানো পবিত্র মাটি রংপুর। জুলাই শহীদদের ত্যাগকে সম্মান করতে হলে জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”
বিএনপি চেয়ারম্যান এই নির্বাচনে জয়ের পর সরকার গঠন করলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করবেন বলেও জানান। তিনি বলেন, টিআইবির প্রতিবেদনের আলোকে বিএনপিই একমাত্র দল, যা দেশকে দুর্নীতির জাল থেকে মুক্ত করতে সক্ষম। “যদি বিএনপি খারাপ হত, তাহলে জোট সরকারের সময় জামায়াতের দুই মন্ত্রী কেন ছিল? এবার সময় এসেছে ষড়যন্ত্রের জবাব দেয়ার।”
জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারেকের বক্তব্যের মাধ্যমে দলের নির্বাচনী প্রচারণাকে আরও জোরালো আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে।






