বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের ধারাবাহিক জয়

টুইট ডেস্ক: কীর্তিপুর, নেপাল, ৩০ জানুয়ারি: বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ নারী দল টানা ষষ্ঠ জয় নিশ্চিত করেছে। শুক্রবার নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। ওপেনিংয়ে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন, আর জোয়াইরিয়া ফেরদৌস খেলেন ২২ রানে। এরপর অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির ১০০ রানের জুটি বড় স্কোরের ভিত গড়ে তোলে। নিগার অপরাজিত ৫৬ রান করেন ৩৫ বলে, আর সোবহানা ৪৭ রান করেন ২৩ বলে।

জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড কখনোই ম্যাচে ফেরাতে পারেনি। বাংলাদেশের বোলারদের তোপে ৩৫ রানে ৫ উইকেট হারায় স্কটিশরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০১ রানে ম্যাচ শেষ হয়। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ২৫ রানে ৩ উইকেট নেন, আর স্বর্ণা আক্তার শিকার করেন ২ উইকেট।

এ জয়ে বাংলাদেশ নারী দল বিশ্বকাপ বাছাইপর্বে নিজের শক্ত অবস্থান আরও মজবুত করেছে। এর আগে টানা পাঁচ জয়ে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।