কাল সিরাজগঞ্জে তারেক রহমানের নির্বাচনী জনসভা

প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে আগামীকাল শনিবার সিরাজগঞ্জে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর তিনি সিরাজগঞ্জে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
জেলা বিএনপির আয়োজনে শনিবার দুপুর ২টায় সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, এ সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপির প্রার্থীদের পাশাপাশি লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন।
সমাবেশকে কেন্দ্র করে বিসিক শিল্প পার্কের অফিস সংলগ্ন সুবিশাল এলাকায় ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজ চলছে। মাইক স্থাপনসহ সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে পুরোদমে। একই সঙ্গে জেলা জুড়ে নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে। তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আশা করা হচ্ছে, লাখো মানুষের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে।
দলীয় নেতারা জানান, এ জনসভা আগামী নির্বাচনে উত্তরাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন তুলে ধরবে।






