শেয়ালের বাচ্চা যেন আমার একটা হাঁসও খেতে না পারে: রুমিন ফারহানা

টুইট ডেস্ক: ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার একটি হাঁসও যেন কোনো শেয়ালের বাচ্চা খেতে না পারে। ১১ তারিখ থেকে ১২ তারিখ রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্রের পাশে থাকতে হবে। আমি আপনাদের ঘরের মেয়ে। আমাকে ভোট দিলে আপনার মেয়ে, আপনার বোন এমপি হবে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এক উঠান বৈঠকে এসব কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, আমাকে হাঁস মার্কায় ভোট দিলে এলাকার রাস্তাঘাটসহ সব কিছুর উন্নয়ন হবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে সারা দেশ চলে, আর আমরা ঘরের লোক হয়েও গ্যাস পাই না। আমি এমপি হলে ঘরের লোকদের গ্যাস দিতে হবে।
রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে পুলিশ ও প্রশাসন আলাদা নজর রাখবে। বিদেশি পর্যবেক্ষকসহ মিডিয়ার ভাইয়েরাও আলাদা নজর দেবেন। এখানে জাল ভোট দিলে সমুচিত জবাব দেওয়া হবে। তাই যারা এসব চিন্তা করছেন, তাদের ভেবে কাজ করতে হবে-না হলে খবর আছে।
তিনি আরও বলেন, অনেকে বলে আমি এই দুই ইউনিয়ন কেন নিয়েছি। এর কারণ হলো, এখানে আমার দাদির কবর আছে। এই এলাকার মানুষের কাছে আমি ঋণী। এটি আমার বাবার জন্মভূমি। আপনারা আমার বাবা অলি আহাদকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু তাহের উদ্দিন ঠাকুরকে নির্বাচিত করে আমার বাবাকে ইচ্ছা করে ফেল করানো হয়েছে। তাই আপনাদের সেবা করতে আমি এখানে এসেছি।
সাবেক মেম্বার সায়েদ মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, বাবুল মিয়া, মো. সামছুদ্দিন, আশিক মিয়াসহ প্রমুখ।






