জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্তের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আইন উপস্থাপন করা হতে পারে বলে জানানো হয়েছে।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং তথ্য প্রবাহে স্বাধীনতা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার তথ্য ভবনে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকে অংশ নেওয়া কয়েকজন অংশীজন আইনটি তাড়াহুড়ো করে প্রণয়নের বিপক্ষে মত দেন। তবে সম্পাদক পরিষদ, অ্যাটকো, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বিজেসিসহ কয়েকটি বড় সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে উপদেষ্টা জানান, যারা বৈঠকে আসতে পারেননি, তাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করে মতামত নেওয়া হবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, সাংবাদিকতা ও সাংবাদিকদের সুরক্ষার জন্য এ আইন অত্যন্ত জরুরি। এ বিষয়ে কেউ মতামত দিতে চাইলে আগামী রোববারের মধ্যে তা জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।