পদত্যাগ করেও সরকারি বাসা ছাড়েননি আসিফ ও মাহফুজ

টুইট ডেস্ক: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে গত ১০ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দেওয়ার পরও উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—এখনো সরকারি বাসা ছাড়েননি।

আসিফ মাহমুদ বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও তিনি গণমাধ্যমকে বলেছেন, “আমি সরকারি বাসা ছাড়েছি এবং এক মাস আগে পরিবাগের বাসায় বসবাস করছি,” আশপাশের কর্মকর্তারা জানান, তিনি এখনো বাসা ব্যবহার করছেন।

অপরদিকে মাহফুজ আলম হেয়ার রোডের ‘উত্তরায়ণ-৩’ নম্বর ডুপ্লেক্স বাংলোতে বসবাস করছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে বাসা ছাড়বেন।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তারা চাকরি থেকে অবসরে গেলে নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বাসায় থাকতে পারবেন, সন্তান পড়াশোনা করলে ছয় মাস পর্যন্ত থাকার সুযোগ রয়েছে। তবে মন্ত্রী বা উপদেষ্টাদের জন্য কোনো সময়সীমা নির্ধারণ নেই। তিনি জানিয়েছেন, সাবেক দুই উপদেষ্টা এখনো বাসা ছাড়েননি এবং বিষয়টি সচিবকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তৈরি অন্তর্বর্তী সরকারে আসিফ মাহমুদ স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মাহফুজ আলম ২০২৪ সালের ২৮ আগস্ট প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। পদত্যাগের পরও তারা সরকারি বাসা ব্যবহার করায় নীতি-নৈতিকতার প্রশ্ন উঠেছে।