বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান

টুইট ডেস্ক: বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল শুক্র অথবা সোমবার। শেষ পর্যন্ত বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করতে পারে পাকিস্তান।
ভারতীয় গণমাধ্যমের খবর, পাকিস্তান সিদ্ধান্ত নিতে পারে ১০ ফেব্রুয়ারি কিংবা তার পরের দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দুটি ম্যাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি যথাক্রমে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
অঘটন না ঘটলে প্রথম দুটি ম্যাচ জিতে পাকিস্তান যদি সুপার এইট নিশ্চিত করে ফেলে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ তারা বয়কট করতে পারে। এ ম্যাচ হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। পাকিস্তান কি সত্যি ভারত ম্যাচ কিংবা বিশ্বকাপ বর্জন করবে? এ প্রশ্ন করা হয়েছিল সেদেশের গণমাধ্যম ‘হাম নিউজের’ সিনিয়র সাংবাদিক মুজাম্মিল সোহরাওয়ার্দীকে।
হোয়াটসঅ্যাপে তিনি বলেন, ‘আপামর জনসাধারণের বিশ্বাস, পাকিস্তান শেষতক বিশ্বকাপে খেলবে না। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’ তার মতে, পাক-ভারত ম্যাচ থেকে সম্প্রচারকারীরা সিংহভাগ (৬২ শতাংশ) অর্থ আয় করে থাকে। সেক্ষেত্রে তাদের ক্ষতি হবে এক বিলিয়ন ডলার। আইসিসির জন্য যা হবে একটি বড় ধাক্কা।
কিন্তু বিশ্বকাপ না খেললে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে, তার কী হবে? যা প্রায় ৩১৬ কোটি রুপি।
মুজাম্মিল বলেন, ‘সেই অর্থ সরকার পিসিবিকে ক্ষতিপূরণ হিসাবে দিয়ে দেবে।’ ওয়াসিম আকরামসহ আপনাদের বেশিরভাগ সাবেক ক্রিকেটার বিশ্বকাপ খেলার পক্ষে? এ প্রশ্নে তার উত্তর, ‘ওরা তো ধারাভাষ্য দিয়ে পয়সা পায়। ওরা তো বলবেই খেলতে।






