রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান

টুইট ডেস্ক: রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশ ঘিরে ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সমাবেশস্থলে। এই সমাবেশ ঘিরে ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সমাবেশস্থলে। উৎসাহ আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা।
সকালে বিমানে ঢাকা থেকে রাজশাহী যাবেন তারেক রহমান। রাজশাহীতে প্রথমে বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম (রাহ:) রহমাতুল্লাহি আলাইহি’র মাজার জিয়ারত করবেন তিনি। এরপর আসবেন স্থানীয় মাদ্রাসা ময়দানের নির্বাচনী সমাবেশে। ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তিনি। তুলে ধরবেন জনগণের কল্যানে আগামীর পরিকল্পনা।
রাজশাহীর সমাবেশ শেষে সড়কপথেই তারেক রহমান যাবেন বগুড়ায়। পথিমধ্যে নওগাঁ জেলার এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে রাতে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথমদিনের কর্মসূচি শেষ করবেন বিএনপি চেয়ারম্যান।
পরদিন রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন তিনি। শনিবার (৩১ জানুয়ারি) বগুড়া থেকে, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।






