পরিত্যক্ত নলকূপের গর্তে পড়া শিশুটি মারা গেছে

টুইট ডেস্ক: চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে মেজবাহ উদ্দিন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান শেষে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত মেজবাহ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধার করে মেজবাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।