নির্বাচনি কাজে ‘আ. লীগের দোসর’ বলে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

টুইট ডেস্ক: নির্বাচনি কাজে আওয়ামী লীগের ‘দোসর’ বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তারা সবাই পেশাদার, সৎ এবং নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় পিটিআই মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিলেটে নির্বাচনি প্রস্তুতির প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা থাকবে। প্রয়োজনে ড্রোন, বডি ক্যামেরা ও ডগ স্কোয়াড ব্যবহার করা হবে। এবারের নির্বাচন পূর্বের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুতিমূলক।

নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে বা বিপক্ষে যাবেন না—নির্বাচন কমিশনের এমন নির্দেশনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি। এ সময় সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।