আবার নলকূপের গভীর গর্তে পড়ে গেছে শিশু

টুইট ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে ৩ বছর বয়সী মিসবাহ নামের শিশু একটি গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছে।
আজ (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। কূপের গভীরতা যাচাই ও শিশুটির অবস্থান শনাক্তের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসের আগেই টর্চলাইট ও গাছের ডাল ব্যবহার করে শিশুটিকে ধরে রাখার চেষ্টা করেন।
উল্লেখ্য, এর আগেও রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদ প্রায় ৩২ ঘণ্টা পরে মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল।





