রাজশাহীতে তারেক রহমানের জনসভা সফল করতে প্রচার মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা সফল করতে প্রচার মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর বাটারমোড় এলাকা থেকে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামনুর রশিদ মামুন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান রাজশাহীর মাটিতে পা রাখতে যাচ্ছেন। এই জনসভা থেকে তারেক রহমান নির্বাচনী বার্তা দেওয়ার পাশাপাশি রাজশাহীর উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রতিশ্রুতি দেবেন। এজন্য দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদ্রাসা মাঠে উপস্থিত থেকে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান তারা।