এমপিওভুক্ত শিক্ষক: ৭ম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

১১ হাজার ৭১৩ জনকে নিয়োগের সুপারিশ
টুইট ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে সপ্তম বিশেষ নিয়োগ সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ সুপারিশের মাধ্যমে মোট ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। একই দিন সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ সুপারিশ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জানুয়ারি প্রকাশিত সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)–এর আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে। প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এনটিআরসিএ জানায়, নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফলাফল সংস্থাটির ওয়েবসাইটে সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণও তাদের স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজ প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য যাচাই করতে পারবেন।
এনটিআরসিএ আশা প্রকাশ করেছে, এই নিয়োগ সুপারিশের মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।






