ইলহান ওমরের ওপর হামলা: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

মিনিয়াপোলিসে টাউন হলে হামলার পর ইলহান ওমরকে ঘিরে বিতর্ক, ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে এক টাউন হল বৈঠকে কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
সর্বশেষ তথ্যে জানা গেছে, এক ব্যক্তি সিরিঞ্জ দিয়ে অজ্ঞাত ও দুর্গন্ধযুক্ত তরল স্প্রে করলে ঘটনাস্থলে নিরাপত্তাকর্মী ও পুলিশ দ্রুত তাকে আটক করে। অভিযুক্ত অ্যান্থনি জেমস কাজমারচাককে তৃতীয় ডিগ্রির হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পর ইলহান ওমরের শারীরিক অবস্থা ভালো আছে বলে তার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। সংক্ষিপ্ত বিরতির পর তিনি আবার বক্তব্যে ফিরে যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ওমর লিখেছেন, “আমি ঠিক আছি। ভয়ভীতি দেখিয়ে আমাকে আমার কাজ থেকে সরানো যাবে না।”
এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তিনি ঘটনাটির ভিডিও দেখেননি এবং ইলহান ওমরকে কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য করেন। তার এ বক্তব্যের পর ডেমোক্র্যাট নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী বছরের প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য ও সহিংস ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট করে তুলছে। অপরদিকে ওমরের সমর্থকরা ঘটনাটিকে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত হামলা হিসেবে আখ্যা দিচ্ছেন।
মিনিয়াপোলিস পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।






