রংপুরে ইউএনও পরিচয়ে প্রতারণা: সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান

“ফোনে ইউএনও পরিচয়ে টাকা দাবি, প্রশাসন সতর্ক থাকার আহ্বান”
রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয়ে মোবাইল ফোনে টাকা দাবি করার ঘটনা ঘটেছে, যা প্রতারণা হিসেবে ধরা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেন মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জানান, ০১৮২৫৬৩৯৮৫৩ নম্বর থেকে তারাগঞ্জ ইউএনও-এর পরিচয় ব্যবহার করে ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে টাকা দাবি করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসারের নামে এমন কোনো আর্থিক দাবি বা অনৈতিক লেনদেন করা হয়নি এবং এটি সম্পূর্ণ প্রতারণামূলক।
উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে সতর্কতামূলক বার্তা প্রকাশ করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, কেউ যদি ইউএনও পরিচয়ে কোনো ফোন কল বা অর্থ দাবি পান, তাহলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন বা নিকটস্থ থানাকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এছাড়া, এ ধরনের প্রতারণার ফাঁদে কেউ যেন পা না দেয়, তারাও সতর্ক থাকতে হবে।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি ইউএনও-এর পরিচয় ব্যবহার করে কয়েকজন ইউনিয়ন পরিষদের সদস্য ও একজন গ্রাম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর ফোন নম্বর সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
উপজেলা প্রশাসন সকলকে সতর্ক থাকার পাশাপাশি অফিসারদের পরিচয় যাচাই করে, অনিরাপদ বা অজানা কল এবং আর্থিক লেনদেন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।






