আত্নগোপনে থাকা সাবেক পৌর মেয়র আ.লীগ নেতার মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির (৩৫) আজ (২৭ জানুয়ারি ২০২৬) অকাল মৃত্যু বরণ করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান মনির একাধিক মামলায় অভিযুক্ত থাকায় গ্রেফতার এড়াতে কিছুদিন ধরে নওগাঁর আত্রাই উপজেলার বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
সাবেক মেয়রের মৃতদেহ তার নিজ গ্রামে, নলডাঙ্গা উপজেলার ডাকাতিয়া ভিটা (ছাতারভাগ) এ আনা হয়েছে। মনিরুজ্জামান মনির স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক মহলে তার অকাল মৃত্যুকে শোকজনক ঘটনা হিসেবে নেওয়া হয়েছে। স্থানীয়রা বলেন, মনির ছিলেন সক্রিয় রাজনৈতিক নেতা এবং পৌর এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






