২৯ কেজি গাঁজাসহ তারাগঞ্জের বাস সুপারভাইজার আটক

আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ: রংপুর মেডিকেল মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে র‍্যাব-১৩।

র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানাধীন মেডিকেল মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে একটি চেকপোস্ট বসানো হয়।

এ সময় আহনাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হলে বাসের বক্সে রাখা একটি ট্রলি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন তারাগঞ্জ উপজেলার উত্তর লক্ষ্মীপুর মণ্ডলপাড়া গ্রামের পিতা মো. ইয়াকুব আলীর ছেলে বাসের সুপারভাইজার মো. নুর আলম সিদ্দিকী (৪৪) ও কোতোয়ালী, আরপিএমপি, রামপুরা গ্রামের ১৭ নম্বর ওয়ার্ডের জাহেদুল ইসলামের ছেলে বাসের হেলপার মো. মেরাজ (২৬),

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রীবাহী বাসের মাধ্যমে সুকৌশলে পরিবহন করে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।