ছাদখোলা বাসে বিপিএল ট্রফি নিয়ে রাজশাহীতে শান্ত-মুশফিকরা

নিজস্ব প্রতিবেদক: বিপিএল ট্রফি জয়ের আনন্দে ছাদখোলা বাসে করে রাজশাহী শহর প্রদক্ষিণ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমসহ দলের অন্যান্য খেলোয়াড়রা।

সোমবার (২৬ জানুয়ারি) রাজশাহীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। ছাদখোলা বাসে বিপিএল ট্রফি উঁচিয়ে ধরে সমর্থকদের অভিবাদন জানান শান্ত-মুশফিকরা।

সকাল থেকেই ভিড়-

দলের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সড়কের দুই পাশে ভিড় জমাতে থাকেন হাজারো ক্রিকেটপ্রেমী। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ ও লাইভে বিজয় মুহূর্ত শেয়ার করেন।

সমর্থকদের উচ্ছ্বাস-

মিছিল চলাকালে ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ফুল ছিটিয়ে ও হাত নেড়ে প্রিয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানান সমর্থকরা।

এ সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এই অর্জন রাজশাহীর মানুষের। আপনাদের ভালোবাসা আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। অন্যদিকে মুশফিকুর রহিম বলেন, এমন ভালোবাসা একজন খেলোয়াড়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

বিপিএল ট্রফি জয় এবং ছাদখোলা বাসে সংবর্ধনা-রাজশাহীর ইতিহাসে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।