বগুড়ায় বিমান বাহিনীর ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণ

২৪ সপ্তাহের বিশেষায়িত প্রশিক্ষণ শেষে ১৫ জন কর্মকর্তা পেলেন কোয়ালিফাইড ফ্লাইং ইন্সট্রাক্টর (QFI) সনদ, বগুড়ার ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুলে সম্পন্ন হলো অনুষ্ঠান।
টুইট প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বগুড়ায় অবস্থিত বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুলে (এয়ার ফোর্স ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুল) সম্পন্ন হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে কোর্সটি সফলভাবে সম্পন্নকারী মোট ১৫ জন কর্মকর্তা কোয়ালিফাইড ফ্লাইং ইন্সট্রাক্টর (QFI) সনদপত্র গ্রহণ করেন। তাঁদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন এবং বাংলাদেশ নৌবাহিনীর ১ জন কর্মকর্তা রয়েছেন।

ছবি: এক্স
ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সটি বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে বিবেচিত। সাধারণত ২৪ সপ্তাহব্যাপী এই কোর্সে প্রথম ৮ সপ্তাহ একাডেমিক প্রশিক্ষণ এবং পরবর্তী ১৬ সপ্তাহ নিবিড় ফ্লাইং প্রশিক্ষণ প্রদান করা হয়। কোর্স চলাকালে অংশগ্রহণকারী কর্মকর্তারা উন্নত ফ্লাইং প্রশিক্ষণ কৌশল, উড্ডয়ন নিরাপত্তা মানদণ্ড, আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং বিমান পরিচালনার উচ্চতর দক্ষতা অর্জন করেন।
কিউএফআই সনদপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ফ্লাইং ক্যাডেট ও পাইলটদের প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে বিমান বাহিনীর ফ্লাইং শাখার দক্ষতা, নিরাপত্তা ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ছবি: এক্স
বগুড়ার আরুলিয়া এয়ারফিল্ডে অবস্থিত ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুল (FIS) দীর্ঘদিন ধরে উচ্চমানের পাইলট ও ফ্লাইং ইন্সট্রাক্টর প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট প্রশিক্ষণ ব্যবস্থার একটি মূল স্তম্ভ হিসেবে স্বীকৃত। সাম্প্রতিক বছরগুলোতে বিমান বাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণ অবকাঠামো ও পাঠ্যক্রম আরও যুগোপযোগী করা হয়েছে, যার ফলে ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সগুলো আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে।
অনুষ্ঠানে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে নতুন প্রজন্মের ফ্লাইং ইন্সট্রাক্টরদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। এতে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা ও গুণগত মান বজায় রাখার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটে।
বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমান সংযোজনের মাধ্যমে নিজস্ব সক্ষমতা ধারাবাহিকভাবে বৃদ্ধি করে চলেছে। ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের মতো প্রশিক্ষণ কর্মসূচিগুলো এ সক্ষমতা উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানটি সামরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে বিমান বাহিনীর অভ্যন্তরীণ আয়োজনে সম্পন্ন হয়।






