নির্বাচনী প্রচারনায় বিএনপি-জামায়াত সং/ঘর্ষ, আ/হত অন্তত ২০

টুইট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড়ের কসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের বহিরাগত বলে অভিযোগ তোলেন। এ নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ ছাড়াও র্যাব ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ ও একাধিক মোটরসাইকেল ভাঙচুর হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।






