পলোগ্রাউন্ডে ধানের চারায় তৈরি জামা পড়ে হাজির সমর্থক, কণ্ঠে স্লোগান

টুইট ডেস্ক: চট্টগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশ ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শরীরে ধানের চারায় তৈরি জামা, কণ্ঠে স্লোগান। পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে এভাবেই হাজির হন নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের এই দুই কৃষকের উপস্থিতিতে দলের কর্মী-সমর্থকরা আনন্দ প্রকাশ করেন।

রোববার (২৫ জানুয়ারি) নগরের সিআরবি সাত রাস্তার মোড়ে একুশে টেলিভিশনের প্রতিনিধির সঙ্গে কথা হয় তাঁদের।

নেপাল চন্দ্র দাশ বলেন, ‘ধান আমাদের জীবন, আমাদের অস্তিত্ব। সেই ধান শরীরে ধারণ করেই আমরা রাজপথে নেমেছি-এটাই আমাদের ভালোবাসা’।

সাইদুল ইসলাম বলেন, ‘আমরা কৃষক দলের রাজনীতি করি। মাঠে যেমন লড়াই করি, রাজনীতিতেও তেমনি লড়াই করি। সমাবেশে এসেছি ধানের চারা নিয়ে। কারণ ভোটের অধিকারের এই আন্দোলনের শিকড় কৃষকের মাটি রক্ষার জন্যই’।

মিরসরাই উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম আমাদের গর্ব। তাঁরা প্রতিটি সভা-সমাবেশে শরীরে ধানের চারা লাগিয়ে অংশ নেন। সমাবেশে ওয়াহেদপুর ইউনিয়ন কৃষক দলের প্রায় ৫০০ নেতা-কর্মী যোগ দিয়েছেন। ধানের প্রতীক শুধু একটি ফসল নয়-এটি কৃষকের আত্মপরিচয় ও আন্দোলনের শক্তি।

স্লোগান দিচ্ছিলেন তারেক রহমানের পক্ষে। আশপাশে ভিড় করা নেতা-কর্মীদের চোখে তখন উচ্ছ্বাস।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ভোর থেকেই নেমেছে নেতাকর্মীদের ঢল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মাঠজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার–ফেস্টুন, স্লোগান আর উচ্ছ্বাসে মুখরিত পুরো এলাকা। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন লাখো নেতাকর্মী।

রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, লালখানবাজার, টাইগারপাস এলাকাসহ বিভিন্ন জায়গায় সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

তাদের হাতে বিভিন্ন রঙের ক্যাপ, টি-শার্ট, দলীয় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পতাকা রয়েছে। ধানের শীষের স্লোগান দিচ্ছেন কর্মী-সমর্থকরা। আশপাশের উপজেলার কর্মী-সমর্থকরা আসছেন বাস বা ট্রাকে চেপে।