এবারের নির্বাচনে তথাকথিত হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস

টুইট ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা করছেন এনসিপির এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম। এ সময় ভোটারদের কাছে দোয়া চেয়ে জোটের পক্ষে শাপলা কলিতে ভোট চান সারজিস।
রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টার সময় পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে ছুটে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
সারজিস বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ব নির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট এটা আর এই বাংলাদেশে টিকবে না। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় তথাকথিত হেভিওয়েট নেতা যারা ছিল এবার তাদের আপনারা ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাআল্লাহ।
জানান, ২০২৪ এর অগাস্ট থেকে বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এবং আমরা মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ শুধু ১২ তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দিবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, চাঁদাবাজি দখলদারিত্ব এবং হুমকি- ধামকি ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য এসব যারা করেছে জনগণ এবার তাদের বিরুদ্ধে ভোট দিবে। এক বছর তিন মাস ধরে যারা জুলুম করে তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। মানুষ এ ধরনের গিরগিটি চরিত্রের মানুষদের ভালো করে চিনে রাখবে।
সারজিস আরও বলেন, শুধু পঞ্চগড়-১ আসনে নয় পুরো বাংলাদেশে ইনসাফের পক্ষে ভালোর পক্ষে সাধারণ মানুষের পক্ষে ১০ দলীয় জোটের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ এই ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।






