গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে শিক্ষার্থীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ ৫ দিনব্যাপী ‘ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স ট্রেনিং’ আয়োজন করেছে। প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৭০ জন শিক্ষার্থী, যারা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে ৫টি কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট বাস্তবায়ন করবেন।
প্রশিক্ষণটি ব্রিটিশ কাউন্সিলের ইয়ুথ কানেক্ট প্রকল্প এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) এর সহযোগিতায় দুই ধাপে আয়োজন করা হয়। প্রথম ধাপে সরাসরি এবং পরবর্তী ধাপে অনলাইনে সেশন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা শেষে তাদের কমিউনিটি প্রজেক্টের পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রশিক্ষণে শিক্ষার্থীরা ডিজিটাল নাগরিকত্ব, অনলাইন আচরণ, তথ্য যাচাই কৌশল, ভুয়া খবর শনাক্তকরণ এবং সামাজিক যোগাযোগে দায়িত্বশীল ভূমিকা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন। অংশগ্রহণকারীরা বলেন, তারা শিখেছেন কী তথ্য সত্য এবং কোনটি মতামত, সামাজিক যোগাযোগে নৈতিকতা মানার গুরুত্ব এবং কিভাবে তথ্য যাচাই করা যায়।
জেসিএমএস বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন বলেন, শিক্ষার্থীরা তাদের পরিবার ও বন্ধুদের সচেতন করতে পারবে, যা একটি স্বাস্থ্যকর ডিজিটাল পরিবেশ গড়ে তুলবে। শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হিসেবে তথ্য যাচাই করার গুরুত্ব তুলে ধরেন বিভাগের সমন্বয়ক শাতিল সিরাজ।
ফ্যাক্টওয়াচের ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম বলেন, ডিজিটাল সিটিজেনদের দায়িত্ব হলো অনলাইনে সচেতন আচরণ করা এবং কোন তথ্য ভাগ করা উচিত তা বিবেচনা করা। ইউল্যাবের সিনিয়র লেকচারার মোহাম্মাদ আমিনুল ইসলাম বলেন, ডিজিটাল লিটারেসি না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না।
প্রকল্পের আওতায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের ৬০০-এর বেশি শিক্ষার্থী পর্যায়ক্রমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাদের মাধ্যমে একটি ‘ইনফরমেশন হাব’ গঠন করা হবে, যারা মিথ্যা তথ্য রোধে কাজ করবে।






