দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জামায়াত: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে দুর্নীতি, অনিয়ম, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াইয়ের নির্বাচন। জামায়াত ক্ষমতায় গেলে ভারতীয় আধিপত্য রোধ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের সরকারি ইসলামিয়া কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা নিজেরা কোনো অনিয়ম-দুর্নীতি করব না এবং কাউকেও করতে দেব না। অতীতে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে। নৈতিকতার ভিত্তিতে দেশ পরিচালনার মাধ্যমেই সার্বিক উন্নয়ন ও গুণগত পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশকে বিভক্ত করতে চায় না। সবাইকে ঐক্যবদ্ধ রেখে জাতীয় স্বার্থ রক্ষাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। যারা বিভাজনের রাজনীতি করে, তারা মূলত অন্যের স্বার্থ রক্ষার জন্যই দেশকে বিভক্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের মানুষের সৃজনশীলতা বিকাশ, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, জুলাই আন্দোলনের শহীদদের বিচার, হাদী হত্যাকাণ্ডের বিচার, গণতন্ত্রের সুদৃঢ় প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য গড়ে তুলতে ‘হা’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি দাবি করেন, ‘না’ ভোট মানেই ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে সমর্থন করা।

জনসভায় ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী ও দলীয় জোটের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

জেলা জামায়াতের আমির অধ্যাপক শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ১০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও ছয়টি আসনের মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন।