ইংলিশ চ্যানেল অতিক্রমে দুর্ঘটনা: ৫ অভিবাসী নিহত
বিশ্ব ডেস্ক: ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে গিয়ে পাঁচ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। একটি অভিবাসী নৌকা অত্যন্ত ঠাণ্ডা ও অন্ধকার অবস্থায় সমুদ্রে ডুবে গেছে । বহুসংখ্যক অভিবাসীর মৃত্যুর ঘটনা ফ্রান্স থেকে বৃটেইনে অভিবাসী পারাপারের বিপজ্জনক দিকটি তুলে ধরেছে।
‘শীতের কারণে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায় এবং সমুদ্র প্রচণ্ড শীতল থাকায় সমুদ্রপথে দুর্বল নৌকা নিয়ে যাতায়াতের ফলে ডুবে যাওয়ার মতো মারাত্মক ঘটনা প্রায়শই ঘটে থাকে এ ইংলিশ চ্যানেলে ।’
ইংলিশ চ্যানেল ও নর্থ সি’র ফ্রেঞ্চ মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৪ জানুয়ারি) ভোরে ফ্রেঞ্চ উপকূলীয় গ্রাম উইমেরেক্সের একটি সৈকতে অভিবাসীদের বহনকারী নৌকাটিকে বিপজ্জনক অবস্থায় দেখা যায়।
‘ফ্রেঞ্চ নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ অনুসন্ধান করেছে। ফ্রেঞ্চ মেরিটাইম কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সমুদ্র থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।’
‘কর্তৃপক্ষ জানায়, ডুবে যাওয়া নৌকা থেকে তীরে ফিরে আসা আরও ৩০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন-কে সৈকতে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তাকে ফ্রেঞ্চ বন্দর বুলগনে-সুর-মেরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একজনকে গুরুতর হাইপোথার্মিয়ার জন্য চিকিৎসা দেয়া হয়।’
উত্তরাঞ্চলীয় পাস-ডি-ক্যালাইস অঞ্চলের শীর্ষ প্রশাসক জ্যাক বিলান্ট জানান, পানির তাপমাত্রা হিমাঙ্ক থেকে মাত্র সাত ডিগ্রি বেশি ছিল। একজন মানুষ এমন ঠাণ্ডায় ১০ মিনিটের বেশি বাঁচতে পারে না। বিলান্ট বলেছেন, নিহত পাঁচজন সিরিয়ার নাগরিক।
তিনি বলেন, ‘সপ্তাহের পর সপ্তাহ আমরা অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা দেখতে পাচ্ছি, যেখানে গড়ে ৫০ জন অভিবাসী রয়েছে এবং তাদের কেউ লাইফজ্যাকেট পরে না।’
কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য উপকূলে নজরদারি ও উদ্ধার অভিযান চলছে। তবে বিস্তারিতভাবে কিছু জানায়নি।
মেরিটাইম কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছে, ‘শীতের মাঝামাঝি সময়ে যাত্রীবোঝাই নৌকাগলোর জন্য এটি একটি বিপজ্জনক সময়।’