প্রবাসীদের গণভোটে ‘হ্যাঁ’ ও দুর্নীতিবিরোধীদের পক্ষে ভোটের আহ্বান শফিকুর রহমানের

প্রবাসীদের গণভোটে ‘হ্যাঁ’ ও দুর্নীতিবিরোধী প্রার্থীদের পক্ষে ভোটের আহ্বান ড. শফিকুর রহমানের।
টুইট ডেস্ক: আসন্ন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে গণভোটে ‘হ্যাঁ’ এবং দুর্নীতি ও দুঃশাসনবিরোধী প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দিনগত রাত্রী, (শুক্রবার ২৩ জানুয়ারি) মধ্যরাত ১২.৩৭ ঘটিকায় ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট @ShafiqurBJI ও দলীয় অ্যাকাউন্ট @BJI_Official থেকে প্রকাশিত এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে ড. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের উদ্দেশে বলেন, আগামী ২৫ জানুয়ারির মধ্যে তারা যেন ইনশাআল্লাহ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি উল্লেখ করেন, দেশে ইতিবাচক পরিবর্তন আনতে প্রবাসীদের দুটি মূল্যবান ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে একটি হলো—৫৪ বছরের দুর্নীতি ও দুঃশাসনে ক্ষতিগ্রস্ত শাসনব্যবস্থার সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা।
অপর ভোটটি ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত এবং জনআকাঙ্ক্ষাভিত্তিক বাংলাদেশ গঠনের পক্ষে ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের সঙ্গে দুর্নীতি ও দুঃশাসনের সম্পর্ক রয়েছে, তাদের প্রত্যাখ্যান করা উচিত। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, রাজনৈতিক দল হিসেবে সকলেরই ভোট চাওয়ার অধিকার রয়েছে এবং ভোটাররা জুলাই ২০২৪-পরবর্তী কার্যক্রম বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিলে সঠিক প্রার্থী ও প্রতীক বেছে নেওয়া সহজ হবে।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, ভোট শুধু নাগরিকের অধিকার নয়; দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি একটি পবিত্র দায়িত্ব।
তিনি প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানান।





