মানবতার সেতু: বান্দরবানে উপসম্পদা ও সেতু উৎসর্গ

ছবি: নিজস্ব

থানচিতে উপসম্পদা ও সেতু নির্মাণে উৎসর্গ ও সংঘদান অনুষ্ঠান।

অসীম রায় (অশ্বিনী): বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ডাকশৈ পাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপসম্পদা প্রদান, সেতু নির্মাণে উৎসর্গ ও সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নির্বাণবংশ ভিক্ষু পিতা নিহ্লাঅং মারমা ও মাতা অংমেচিং মারমা এবং তাঁদের পরিবারের আয়োজনে সারাদিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকা থেকে ভিক্ষু সংঘ, বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (২২ শে জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানে নব দীক্ষিত ভিক্ষুকে উপসম্পদা প্রদান করা হয় এবং ধর্মীয় নিয়ম-রীতি অনুসারে সংঘদান কার্যক্রম সম্পন্ন হয়। পাশাপাশি এলাকার মানুষের যাতায়াত সুবিধার জন্য নির্মিত সেতুর পুণ্যোৎসর্গ করা হয়। উপস্থিতরা এই সেতুকে সামাজিক ও মানবকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সারারাত ঐতিহ্যবাহী পাংখুং নাচ পরিবেশন করে অনুষ্ঠানটি আরও উৎসবমুখর করে তোলে।

উপস্থিতরা মনে করেন, এই ধরনের অনুষ্ঠান স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করে এবং স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য পুণ্যাশ্রমের গুরুত্ব বহন করে।