যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না: তারেক রহমান

টুইট ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। কিন্তু যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, তারা যেটার মালিক মানুষ না সেটার কথা বলে শিরকী করে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা মিথ্যে কথা বলে মানুষকে ঠকাচ্ছে, তাদের আস্তানা কোথায় তা সবাই জানে। মুক্তিযুদ্ধের সময় সেই দলকে দেখে নিয়েছে দেশের জনগণ। সে কারণে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।

তিনি আরও বলেন, দেশের মধ্যে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কীভাবে পোস্টাল ব্যালেটে ডাকাতি করা হয়েছে তা দেশবাসী দেখেছে।

এছাড়াও সমাবেশে বিএনপি চেয়ারম্যান জানান, আগামীতে সরকার গঠন করে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করতে চায় বিএনপি। এ সময় ধানের শীষে ভোট দিতে দেশের মানুষকে আহ্বান জানান তিনি।