বান্দরবান ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের উদ্যোগ

১১টি কেন্দ্রে সরঞ্জাম ও জনবল হেলিসর্টি পদ্ধতিতে পরিবহন হবে।
বান্দরবান প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি ২০২৬) সুষ্ঠু ও নিরাপদ করতে বান্দরবান জেলার ১১টি অত্যন্ত দুর্গম ভোটকেন্দ্রকে হেলিসর্টি (Heli-sortie) ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম, ব্যালট পেপার, ব্যালট বাক্স এবং প্রয়োজনীয় জনবল হেলিকপ্টারযোগে পরিবহন করা হবে।
জেলার ৭টি উপজেলার মধ্যে ৪টি উপজেলার ৫টি ইউনিয়নের এই ১১টি কেন্দ্র এমন এলাকায় অবস্থিত যেখানে সড়কপথে যাতায়াত প্রায় অসম্ভব। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, “হেলিকপ্টার ব্যবহার করে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”
হেলিসর্টি ভোটকেন্দ্রের তালিকা-
রোয়াংছড়ি: রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রুমা (রেমাক্রী প্রাংশা ইউনিয়ন): পাকনিয়ার পাড়া ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
থানচি (রেমাক্রী ইউনিয়ন): রদলিয়ান পাড়া, রেমাক্রী বাজার, বড় মদক ও ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
থানচি (তিন্দু ইউনিয়ন): তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কার্বারি পাড়া ও জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
আলীকদম (কুরুপপাতা ইউনিয়ন): কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় মোট ৩৪টি ভোটকেন্দ্রের জন্য নেওয়া হয়েছে—বান্দরবানে ১১টি, রাঙামাটিতে ২০টি এবং খাগড়াছড়িতে ৩টি। সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তায় হেলিকপ্টার ব্যবহার করা হবে।
বান্দরবান-৩০০ আসনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন (পুরুষ ১ লাখ ৬১ হাজার ৭৭৫, মহিলা ১ লাখ ৫৩ হাজার ৬৬৭) এবং জেলায় মোট ভোটকেন্দ্র ১৮৬টি। এখানকার বাঙালি সহ ১২টি সম্প্রদায়ের ভোটারদের জন্য এই ব্যবস্থা নির্বাচনের প্রবেশাধিকার নিশ্চিত করবে।
সূত্র: জেলা নির্বাচন অফিস, BSS, নির্বাচন কমিশন রিপোর্ট, ecs.gov.bd






