ইয়েমেনে হুথি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আমেরিকা

রেড সি তে থাকা ইউএস ডেসট্রয়ার। ছবি : সংগৃহীত

বিশ্ব ডেস্ক: আমেরিকান সামরিক বাহিনী রোববার জানিয়েছে, দক্ষিণ ‘রেড সি’তে আমেরিকার একটি ডেস্ট্রয়ারের দিকে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আমেরিকান যুদ্ধবিমান।

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্যালেস্টেনিয়ানদের প্রতি সমর্থন জানিয়ে রেড সি-তে হুথিদের আন্তর্জাতিক জাহাজে হামলার সবশেষ ঘটনা এটি।

ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে আমেরিকা ও বৃটেইনের ধারাবাহিক বিমান হামলার পর ইরান সমর্থিত মিলিশিয়াদের কাছ থেকে কঠোর জবাব দেয়ার হুমকি দেয়া হয়েছে।

‘ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স-এক পোস্টের মাধ্যমে জানায়, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

সেন্টকম জানায়, ইয়েমেনের বন্দর নগরী হোদেইদার কাছে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে।

এর আগে রোববার (১৪ জানুয়ারি) হুথিরা অভিযোগ করে, ইয়েমেনের আকাশসীমা ও উপকূলীয় এলাকার কাছাকাছি আমেরিকান বিমানগুলোকে উড়তে দেখা গেছে।

‘হুথি মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম শত্রু বিমানের এই কর্মকাণ্ডকে জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছেন।’

এছাড়া রোববার সাইপ্রাসের আরএএফ আক্রোতিরির গেটে প্যালেস্টাইনপন্থী কর্মীরা বিক্ষোভ করে। হুথিদের বিরুদ্ধে হামলার জন্য ব্রিটিশ ঘাঁটিটি প্যাড হিসাবে ব্যবহৃত হওয়ায় তারা ক্ষুব্ধ।’