রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারানো মোবাইল ফোন মালিকের হাতে ফেরত

মালিকের হাতে ফিরে এল ৫০টি ফোন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান আজ (২১ জানুয়ারি) সকাল ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছেন।

এর আগে রাজশাহীর ৮টি থানায় বিভিন্ন সময়ে ফোন হারানো ৫০ জন সাধারণ ডায়েরি করেছিলেন। পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে। ফোনগুলোর মধ্যে ভিভো ১৩টি, শাওমি ১০টি, স্যামস্যাং ৫টি, রিয়েলমি ৫টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ৩টি, ওপ্পো ৩টি, টেকনো ১টি, পোকো ১টি, সেম্ফনি ৩টি, সনি ১টি, হুয়াই ১টি এবং হুনোর ১টি রয়েছে।

পুলিশ সুপার নাঈমুল হাছান জানান, প্রকৃত মালিকের কাছে ফোন ফেরত দিতে পেরে আনন্দিত এবং আশা করেন, এই সাফল্য ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। ফোন ফিরে পাওয়া মালিকরা রাজশাহী জেলা পুলিশের কাজের ভূয়শী প্রশংসা করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।