বান্দরবানে পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান

আলীকদমে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল উপজেলা প্রশাসন। তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা।
অসীম রায় (অশ্বিনী): বান্দরবানের আলীকদম উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও আইন প্রয়োগে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার চারা বটতল, আমতলী ও দক্ষিণ-পূর্ব পালং পাড়ায় অবস্থিত FBM, ABM ও UBM ব্রিকস নামের তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে প্রতিটি ইটভাটাকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৭ হাজার ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর ৮(১) ধারায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভাটার মালিক মো. মইন উদ্দিন, নুরুল আমিন ও মো. খালেদকে আসামি করে এ জরিমানা আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে কেউ আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে পুনরায় অবৈধভাবে ইটভাটা পরিচালিত হলে আবারও কঠোর অভিযান চালানো হবে।”
অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলে অবৈধ ইটভাটার কারণে বন উজাড়, বায়ুদূষণ ও পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে আলীকদম উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে তারা সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন।
পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত হলে পাহাড় ও প্রকৃতির সুরক্ষা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচেতন মহল।






