রাজশাহীকে হারিয়ে বিপিএল ফাইনালে চট্টগ্রাম

টুইট ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়েলস। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয় শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দলটি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ওপেনার তানজিদ হাসান তামিম ৩৭ বলে তিনটি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে আব্দুল গফফার সাকলায়েন মাত্র ১৫ বলে দুই চার ও তিন ছক্কায় করেন ৩২ রান। তবে অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় মাঝারি সংগ্রহেই থামে রাজশাহীর ইনিংস।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম রয়েলস ৩ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নেয়। এই জয়ের মধ্য দিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে দলটি।
অন্যদিকে, এলিমিনেটর ম্যাচে রংপুরকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে সিলেট। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট ও রাজশাহী। ওই ম্যাচের বিজয়ী দল শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে খেলবে।






