কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে আমীর হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা

বিএনপির প্রয়াত সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: বিএনপির প্রয়াত সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমীর হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল জানান, মুফতি আমীর হামজা এক বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোকে ইতর প্রাণী কুকুরের সঙ্গে তুলনা করেন। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি এবং ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। দীর্ঘদিন আগে প্রয়াত একজন মানুষকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সারাদেশের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। এ ধরনের বক্তব্যে দল ও জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জেলা বিএনপির পক্ষ থেকে এ মামলা করা হয়েছে।