সামরিক চিকিৎসা খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বৈঠক

ঢাকায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সামরিক চিকিৎসা সহযোগিতা নিয়ে আলোচনা।
টুইট ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক চিকিৎসা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮তম থিয়েটার মেডিক্যাল কমান্ড (১৮তম টিএমসি)-এর কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই ড্যারিন কক্স বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক চিকিৎসা খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে সামরিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, জরুরি চিকিৎসা সেবা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।






