বান্দরবানে শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ছবি: নিজস্ব

সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা ও শিশু অধিকার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ইউনিসেফের অংশীদারিত্বে হ্যালো ডট বিডিনিউজ-এর যৌথ উদ্যোগ।

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: শিশু-কিশোরদের সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা এবং অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা। ইউনিসেফের অংশীদারিত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অধীনে পরিচালিত হ্যালো ডট বিডিনিউজ-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হয়েছে।

কর্মশালায় শিশুদের সাংবাদিকতার মৌলিক ধারণা, লেখা, ছবি তোলা, ভিডিও তৈরি এবং নিরাপদ সাংবাদিকতার প্রশিক্ষণ প্রদান করা হবে।

কর্মশালাটি মঙ্গলবার(২০ জানুয়ারি) সকালে বান্দরবান প্রেসক্লাবের সেমিনার রুমে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন। সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক, ঢাকা প্রতিনিধি ও ইটিভির বিভাগীয় প্রতিনিধি হাসান বিপুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মিনারুল হক, অসীম রায় (অশ্বিনী) এবং সুমন সূত্রধর।

উপস্থাপনায় ছিলেন উসিথোয়াই, বিডিনিউজের জেলা প্রতিনিধি। এছাড়াও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং শিশুদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারী শিশু-কিশোররা (১০-১৭ বছর বয়সী) সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সংবাদ ও ফিচার লেখা, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরি, ছবি তোলা, মিডিয়া উপস্থাপনা, শিশু অধিকার এবং নিরাপদ সাংবাদিকতার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। উদ্যোগটির মূল উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে সৃজনশীলতা, মননশীলতা, যোগাযোগ দক্ষতা এবং অধিকার সচেতনতা বৃদ্ধি করা, যা তাদের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানিয়েছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠবে এবং তাদের কণ্ঠস্বর সমাজে প্রতিফলিত হবে। কর্মশালার সমাপনী অনুষ্ঠান ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পুলিশ সুপার আব্দুর রহমান।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হলো বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট যা শিশু সাংবাদিকতায় বিশেষায়িত। এটি ২০১৩ সাল থেকে বিডিনিউজ২৪.কম এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। শিশু-কিশোররা নিজেরাই সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে থাকেন। দেশের বিভিন্ন জেলায় এই ধরনের কর্মশালা নিয়মিত আয়োজিত হয়ে আসছে, যা শিশুদের সামাজিক সচেতনতা এবং সৃজনশীলতা বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখছে।

২০১৯ সালে হ্যালো ডট বিডিনিউজ দেশের ৩৩টি জেলায় শিশুদের রেজিস্ট্রেশন নিয়ে শিশু সাংবাদিকতার কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছিল। কর্মশালাগুলোতে অংশগ্রহণকারী জেলার মধ্যে রয়েছে- ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ময়মনসিংহ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, বরিশাল, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, কক্সবাজার এবং ফেনী।

আয়োজকরা আশা করছেন, এই কর্মশালা শিশুদের মধ্যে সাংবাদিকতার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদেরকে সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশীদার করে তুলবে। স্থানীয় সাংবাদিক অসীম রায় (অশ্বিনী) বলেন, “এই উদ্যোগ শিশুদের ভবিষ্যতের জন্য একটি মাইলফলক হবে।”