বান্দরবানে ম্রো সম্প্রদায়ের পাশে দাঁড়াল ছাত্র সংগঠন

ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ ও মানববন্ধন
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ম্রো সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশন (বিএমএসএ)।
ছাত্র সংগঠনটির সভাপতি তনয়া ম্রো এর সভাপতিত্বে সোমবার (১৯ জানুয়ারি) জেলা শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্বত্য জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
বিক্ষোভ সমাবেশে জানানো হয়, আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর কুখ্যাত ডাকাত জাফর আলমের পোষ্য সন্ত্রাসী রোহিঙ্গা ও সেটেলারদের সংঘবদ্ধ হামলা একটি ন্যাক্কারজনক মানবাধিকার লঙ্ঘন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক ও সহিংস কর্মকাণ্ড শান্তি ও সম্প্রীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রশাসনের নীরব ভূমিকা এই সহিংসতা ও জুলুম অব্যাহত রাখছে। আদিবাসী জনগোষ্ঠীর ওপর সহিংসতা চলতে থাকলে তারা পাহাড় থেকে উচ্ছেদের মুখে পড়তে পারে।
তনয়া ম্রো বলেন, একসময় ম্রো জনগোষ্ঠী প্রশাসনের কাছে প্রিয় ছিল। তবে সম্প্রদায়ের মানুষ শিক্ষিত হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ায় বর্তমানে তারা প্রশাসনের কাছে অপ্রিয় হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের লোকদের প্রতিবাদের কারণে রিসোর্ট নির্মাণ কার্যক্রম ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হলে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। তাই সব সম্প্রদায়কে একত্রিত হয়ে চুক্তির বাস্তবায়নের জন্য আন্দোলন করতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জন ত্রিপুরা (সহ-সভাপতি, ত্রিপুরা যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি), বিতন তঞ্চঙ্গ্যা (সাধারণ সম্পাদক, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটি), নেলসন ত্রিপুরা (সহ-সভাপতি, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বান্দরবান পার্বত্য জেলা), উমংসিং মারমা (সাধারণ সম্পাদক, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল, বান্দরবান সরকারি কলেজ শাখা), চিং ওয়াই মং মারমা (সহ-সভাপতি, পাহাড়ি ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা) এবং পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা।
বিক্ষোভ ও মানববন্ধনের মাধ্যমে ম্রো সম্প্রদায় তাদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি তোলেছে।






