নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধের আহ্বান ভূমি উপদেষ্টার

টুইট ডেস্ক: ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি উন্নয়ন কর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস। এ করের মাধ্যমে সরকার সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সেচ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মতো বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অর্থায়ন করতে সক্ষম হয়। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে রাষ্ট্রীয় উন্নয়নে অংশ নিন।
আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে ‘সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করনীয় নির্ধারণ’ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম. সালাউদ্দিন নাগরী।
উপদেষ্টা আরও বলেন, ২০২০ সাল থেকে ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমের ফলে অনলাইনে কর পরিশোধের হার ক্রমবর্ধমান। অনলাইন সুবিধার কারণে কর পরিশোধ সহজ হয়েছে, হয়রানি কমেছে এবং মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তিনি সতর্ক করেছেন, কর পরিশোধে উদাসীনতা রাষ্ট্রীয় রাজস্বকে ক্ষতিগ্রস্ত করে ও সমাজে ভুল বার্তা দেয়।
২০২৫-২০২৬ অর্থবছরে মোট বকেয়া ৭১১ কোটি ২০ লাখ ৭৬ হাজার ২শত টাকা, এর মধ্যে আদায় হয়েছে মাত্র ৮২ কোটি ৫ লাখ ৯১ হাজার টাকা। সবচেয়ে বেশি বকেয়া রয়েছে বাংলাদেশ রেলওয়ের কাছে—২২০.২৫ কোটি টাকা।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম. সালেহ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।






