বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইউসিআইসিএস ২০২৬ সম্মেলনের সমাপনী

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ (Undergraduate Conference on Intelligent and Computing Systems)-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী দিনে টেকনিক্যাল সেশন, ইনভাইটেড টক, আইডিয়া কনটেস্ট ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি গবেষকরা বিভিন্ন সেশনে অংশ নিয়ে গবেষণা ও অভিজ্ঞতা বিনিময় করেন। সম্মেলনে মোট ১২টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ট্র্যাকের সভাপতিত্ব করেন ড. মো. গোলাম রাশেদ এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্র্যাকের সভাপতিত্ব করেন ড. আসিফ জামান।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কনফারেন্স চেয়ার প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।
সম্মেলনে জমা পড়া ১৩৬টি গবেষণা প্রবন্ধের মধ্যে ৯০টি গৃহীত হয় এবং ৬৫টি উপস্থাপিত হয়। দুটি সেরা গবেষণা প্রবন্ধকে বেস্ট পেপার পুরস্কার প্রদান করা হয়। এছাড়া আইডিয়া কনটেস্ট ও পোস্টার প্রেজেন্টেশনে সেরা ও রানারআপদের পুরস্কৃত করা হয়।
বক্তারা বলেন, এ সম্মেলন আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং আন্তর্জাতিক গবেষণা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।






