নাটোর-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ

প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, নাটোর: প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার (১৮ জানুয়ারি) রাতে অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মোছা. মৌসুফা তানিয়া এ শোকজ নোটিশ প্রদান করেন।

জানা গেছে, গত ১৩ জানুয়ারি নাটোর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. দাউদার মাহমুদের করা লিখিত অভিযোগ ও সংযুক্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে কমিটি। অভিযোগে বলা হয়, আনোয়ারুল ইসলাম আনু প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই বিভিন্ন এলাকায় পোস্টার ও হ্যান্ডবিল বিতরণসহ নির্বাচনী প্রচারণা চালান, যার ভিডিও ও ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।

প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে কমিটি। অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩, ৭ ও ১৮ লঙ্ঘনের শামিল। পাশাপাশি এটি বিধি ২৭ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১খ (৩)(ক) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানাতে আগামী ১৯ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে নাটোর সিভিল জজ আদালতে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে শোকজ করেছে অনুসন্ধান ও বিচারিক কমিটি। আচরণবিধি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম ভঙ্গ করলে যেকোনো প্রার্থীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ একটি পুরোনো ভিডিওর ভিত্তিতে অভিযোগ দিয়ে নির্বাচনী কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তাঁর দ্বারা আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না। শোকজ নোটিশের কপি পেয়েছেন এবং যথাসময়ে এর জবাব দেবেন বলেও জানান তিনি।