গোরস্থানের সামনে ব্যবসায়ীর প/থরোধ: কু/পিয়ে র/ক্তাক্ত করে টাকা লু/ট

নিজস্ব প্রতিবেদক: ভোররাত সোয়া পাঁচটা। চারদিকে কুয়াশা আর অন্ধকার। মাছ কিনতে আড়তের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী মুনসুর রহমান। কিন্তু রামনগর গোরস্থানের সামনে পৌঁছাতেই যমদূতের মতো পথ আগলে দাঁড়াল মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী। কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো ধারালো অস্ত্রের কোপ।
রাজশাহীর গোদাগাড়ীতে এভাবেই এক দুঃসাহসিক ছিনতাইয়ের শিকার হয়েছেন মাছ ব্যবসায়ী মোঃ মুনসুর রহমান (৫৩)। গত শনিবার ভোরে গোদাগাড়ী-আমনুরা সড়কে এই ঘটনা ঘটে। এতে গুরুতর জখম হওয়াসহ প্রায় ৬০ হাজার টাকার সমপরিমাণ নগদ অর্থ ও মালামাল খুইয়েছেন তিনি।
রক্তাক্ত সেই মুহূর্ত: এজাহারের বর্ণনা অনুযায়ী, মুনসুর রহমান ও তার ভ্যানচালক আরিফ আলী যখন রামনগর গোরস্থান এলাকা অতিক্রম করছিলেন, তখন পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাদের গতিরোধ করে। প্রতিবাদ করতেই ধারালো ‘কাস্তাই’ দিয়ে মুনসুর রহমানের পিঠে ও পায়ে একের পর এক কোপ বসাতে থাকে ছিনতাইকারীরা। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে শুরু হয় লুটপাট।
যা যা লুটে নিল দুর্বৃত্তরা: ছিনতাইকারীরা মুনসুর রহমানের শার্টের পকেট থেকে মাছ কেনার নগদ ৩০,০০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর ভ্যানচালক আরিফ আলীকে জিম্মি করে তার কাছ থেকে গাড়ির কিস্তির ১৭,৫০০ টাকা এবং একটি দামী স্মার্টফোন কেড়ে নিয়ে বীরদর্পে আমনুরার দিকে চম্পট দেয়।
বর্তমান অবস্থা: হামলার পর স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ওই ব্যবসায়ী। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লেও পরিবার ও স্বজনদের সাথে পরামর্শ করে গতকাল গোদাগাড়ী মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। ভোরে নির্জন রাস্তায় এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।







