গাজীপুর থেকে রংপুর: নিখোঁজ লিয়ার মৃত্যুর রহস্য ঘিরে প্রশ্ন

নিখোঁজ তরুণীর মৃত্যুকে ঘিরে তদন্ত জোরদার করেছে পুলিশ।

আব্দুল্লাহিল শাহীন, রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারপাড়া ইন্দারগাতীর মুক্তার আলি হাওলাদারের মেয়ে লিয়া। লিয়া গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জ থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। নিহতের বোন তানিয়া জানান, লিয়া গাজীপুর চৌরাস্তা এলাকায় থাকতেন, তবে কীভাবে বদরগঞ্জে পৌঁছালেন, সে বিষয়ে পরিবারে কোনো তথ্য নেই।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ বলেন, নিহতের ভাই সবুজ বাদী হয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি ভোরে রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট ভেলাকোবার বিল এলাকা থেকে লিয়ার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।